দুঃখ প্রকাশ করে রাশেদের স্ট্যাটাস

মুহাম্মদ রাশেদ খাঁন
মুহাম্মদ রাশেদ খাঁন  © ফাইল ফটো

নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতা নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খাঁনের পাল্টাপাল্টি অব্যাহতি ও শোকজের ঘটনা ঘটেছে। তাদের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসার কয়েক ঘন্টা পর নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে বলে দাবি করেছেন পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রাশেদ।

আজ রবিবার (৪ জুলাই) বিকেলে এক স্ট্যাটাস তিনি লিখেছেন, দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা বয়সে তরুণ যে কারণে মাঝেমাঝে বক্তব্য, কথা, কাজের মধ্যে ভুল করে বসি। নুর ও আমার মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছিলো, সেটা আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়েছে।

“আশা করি, ভবিষ্যতে নিজেরা চলার পথে আরও বেশি সতর্ক থাকবো। নুর ও আমার মধ্যে কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিন থেকে সুসম্পর্ক ছিলো, ভবিষ্যতেও সম্পর্ক ধরে রেখে নিজেরা ঐক্যবদ্ধ থাকার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও লিখেছেন, দেশের মানুষকে আমরা অভিভাবক মনে করি। আমাদের ভুল হলে অবশ্যই সমালোচনা করবেন, পরামর্শ দিবেন, যাতে শুধরিয়ে নিয়ে নিজেদের পরিপক্ব হিসেবে গড়ে তুলতে পারি। সবার কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি।


সর্বশেষ সংবাদ