তিতুমীর কলেজ ছাত্রদলের দপ্তর বিভাগে নতুন নেতৃত্ব

রেজাউল ইসলাম রেজা ও সানিউর রহমান
রেজাউল ইসলাম রেজা ও সানিউর রহমান  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি তিতুমীর কলেজ শাখায় দাপ্তরিক কার্যক্রমে গতি আনতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায়, সদস্য রেজাউল ইসলাম রেজাকে দপ্তর সম্পাদক এবং সদস্য সানিউর রহমানকে সহ-দপ্তর সম্পাদকের চলতি দায়িত্বে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক গতিশীলতার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মেধা ও মননের মাধ্যমে ছাত্রদলের দাপ্তরিক কার্যক্রমে সৃজনশীলতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

সদ্য দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি গর্বের সঙ্গে গ্রহণ করেছি। তিতুমীর কলেজের একজন ছাত্র প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং তাদের যেকোনো সমস্যা সমাধানে পাশে থাকতে বদ্ধপরিকর। আমি সকল শিক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!