পরীক্ষার হলে ঢুকে পানি বিতরণ, ছাত্রদল নেতাকে শোকজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ PM

নোয়াখালীর কবিরহাটে এসএসসি পরীক্ষার সময় ছাত্রীদের কক্ষে প্রবেশ করে পানি বিতরণ করায় সাইফুল ইসলাম আকাশ নামের এক ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। শুক্রবার (১১ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নোটিশে স্বাক্ষর করেন ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদাসম্পন্ন) মো. জাহাঙ্গীর আলম।
সাইফুল ইসলাম আকাশ কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নোয়াখালীর ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কবিরহাট সরকারি কলেজেও ছাত্রদলের কমিটি অনুমোদন দেন।
শোকজ নোটিশে বলা হয়েছে, “ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।”
জানা গেছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি পরীক্ষা চলাকালে কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে ছাত্রীদের পরীক্ষাকক্ষে প্রবেশ করে পানি বিতরণ করেন সাইফুল ইসলাম আকাশ। ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরীক্ষার্থী ও অভিভাবকদের অনেকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে ঘটনাটি গণমাধ্যমেও প্রকাশিত হয়।
এ বিষয়ে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম আকাশ গণমাধ্যমকে বলেন, “আমি কোনো অসদুপায় করতে কক্ষে প্রবেশ করিনি। পরীক্ষা শুরুর আগেই পানি দিয়েছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা হেল্প ডেস্ক, ছাউনি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছি। কিন্তু প্রতিহিংসা করে কেউ উদ্দেশ্যমূলকভাবে ছবি ছড়িয়েছে।”
তিনি আরও বলেন, “আমি সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল। তাই কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”