শহীদ পরিবারের মাঝে শাবিপ্রবি ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ  

  © ফাইল ফটো

সিলেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিতরণ কর্মসূচিতে সংগঠনটির শাবিপ্রবি শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

শাবিপ্রবির ছাত্রশিবিরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের শহীদ ওয়াসিম ও শহীদ মোস্তাকের পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি। 

এ বিষয়ে শাবিপ্রবি শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, 'যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাদের পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ করা কোনভাবেই সম্ভব না। তবুও আমরা যদি পরিবারের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করতে পারি তাহলে হয়তো তারা মনোবল পাবে।'


সর্বশেষ সংবাদ