বিতর্কের মুখে পাবনা মেডিকেল ছাত্রদলের নতুন কমিটি স্থগিত

ছাত্রদলের নতুন কমিটি স্থগিত
ছাত্রদলের নতুন কমিটি স্থগিত  © সংগৃহীত

বিতর্কের মুখে পাবনা মেডিকেল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটি স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রবিবার এ স্থগিতাদেশ জারি করেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। তবে কেন কমিটি স্থগিত করা হলো, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

সম্প্রতি ঘোষিত ২২ সদস্যের নতুন কমিটি নিয়ে বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, কমিটির গুরুত্বপূর্ণ পদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা অন্তর্ভুক্ত হয়েছেন। 

ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি সাগর মাহমুদ বলেন, “ওদের অজান্তেই ছাত্রলীগের হল কমিটিতে নাম ছিল। তবে জুলাই আন্দোলনের সময় তারা পদত্যাগ করেছে এবং সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের কাছে তাদের পদত্যাগের প্রমাণ হিসেবে ভিডিও রয়েছে।”


সর্বশেষ সংবাদ