তিতুমীর কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

শরিফুল ইসলাম যিয়াদ 
ও মুহাম্মাদ মহিবুল্লাহ
শরিফুল ইসলাম যিয়াদ ও মুহাম্মাদ মহিবুল্লাহ  © সংগৃহীত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি তিতুমীর কলেজ শাখার ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শরিফুল ইসলাম যিয়াদ, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম বিল্লাহ, এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন মুহাম্মাদ মহিবুল্লাহ।

সোমবার (১৭ মার্চ) ক্যাম্পাস সম্মেলনের মাধ্যমে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম যিয়াদ বলেন, তিতুমীর কলেজের সকল শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের কাছে দোয়া চাই, যেন আমরা তাদের কল্যাণে কাজ করে যেতে পারি এবং সব সময় তাদের পাশে থাকতে পারি।

সাধারণ সম্পাদক মুহাম্মাদ মহিবুল্লাহ বলেন, আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা আমাদের পাশে থাকুক। আমরা সব সময় তাদের ন্যায্য দাবির পক্ষে ছিলাম, সামনে থাকব ইনশাআল্লাহ। একসঙ্গে মিলে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করব। সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসের সুন্দর পরিবেশ ধরে রাখার জন্য আমরা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!