ইফতারিতে শিবিরের ৯০ লাখ টাকা খরচের হিসাব জানতে চাইলেন ছাত্রদল সাধারণ সম্পাদক

  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্রশিবিরের সেক্রেটারি গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারিতে ৩ লাখ টাকা খরচ করছেন। যদি প্রতিদিন তিন লাখ টাকা করে ব্যয় করেন, তাহলে এই রমজান মাসে তাদের মোট ৯০ লাখ টাকা ব্যয় হবে। আমরা আপনাদের (সাংবাদিক) মাধ্যমে তাদের (ছাত্রশিবির) কাছে জানতে চাই, এই ৯০ লাখ টাকা সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসেবে তারা কী অর্জন বা আয় করেছেন। তাদের অর্থায়নের উৎস কী সেটাও আমরা তাদের কাছে জানতে চাই। 

শুক্রবার (৭ মার্চ) বিকাল ৩টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন ছাত্রদল সাধারণ সম্পাদক। দেশের চলমান অবস্থা, ছাত্ররাজনীতি ও সমসাময়িক বিষয়াবলী নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। 

নাছির উদ্দীন নাছির আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেছেন কিছু ধনী ব্যক্তি তাদের অর্থায়ন করেছেন। আমরা জানতে চাই, তারা যেসব ধনী ব্যক্তিদের কাছে থেকে অর্থ নিয়েছেন, বিপরীতে তারা তাদের কী ধরনের কমিটমেন্ট দিয়েছিলেন।

জরুরি এ সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, সারজিস আলম তার ফেসবুকে স্ট্যাটাসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও টোকাই বলে দেশের সকল শিক্ষার্থীদের অপমান করেছেন। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সারজিস আলামের এই বক্তব্যকে জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে অপমান করা হয়েছে। আমরা তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বক্তব্যের নিন্দা জানিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ঘটনা ঘটলেই ছাত্রদলের নাম জড়িয়ে বলা হয়, যা উদ্বেগজনক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence