ছাত্র অধিকার পরিষদের আংশিক সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা

মো. শারাফাত হোসেন ও আবদুল আজিজ নয়ন
মো. শারাফাত হোসেন ও আবদুল আজিজ নয়ন  © সংগৃহীত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ৩৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. শারাফাত হোসেনকে সভাপতি ও আবদুল আজিজ নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩ মার্চ) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান (শামীম), সহসভাপতি রবিউল ইসলাম খান্না, দীপ্ত বিশ্বাস, নাজমুল হাসান, আল মামুন রাজ, তাওহীদ হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বাবুল, ফয়সাল হোসেন রাজ, আসমতুল্লাহ আল গালি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রাজিব, সহসাংগঠনিক সম্পাদক নূরে আলম সোহাগ, তানিয়া ইসলাম, রিফাত আফিফা সিমলী, দপ্তর সম্পাদক কাজী আমিনুর আদনান, উপদপ্তর সম্পাদক ইমরান নাজির, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর গাজী।

আরও পড়ুন: ফরম পূরণে ‘অতিরিক্ত ফি’ নেওয়ার অভিযোগ রাজশাহী কলেজের বিরুদ্ধে

এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত হলেন অর্থবিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, আইনবিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাওহীদ রনি, ছাত্রীবিষয়ক সম্পাদক সিনথিয়া ইয়াসমিন তমা, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক কাজী সাকিব হাসান, সমাজসেবা সম্পাদক মো. রাকিবুল ইসলাম ক্রীড়াবিষয়ক সম্পাদক এনামুল কবির, জনস্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক আনারুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আবু সাইদ, স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আহসান হাবিব, রাজনৈতিক ও শিক্ষা পাঠচক্র সম্পাদক রাজু আহমেদ, কার্যনির্বাহী সদস্য গোলাম রাসুল, মো. বিল্লাল হোসেন, আলামিন হোসেন প্রমুখ।

আগামী এক বছর সংগঠনের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবগঠিত এ কমিটির নেতারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence