রমজানে ঢাবির হল ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধির দাবিতে ভিসির কাছে ছাত্রদলের স্মারকলিপি

  © টিডিসি সম্পাদিত

আসন্ন রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলসমূহের ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি ও যথাযথ মূল্য নিশ্চিতে হলভিত্তিক প্রশাসনিক মনিটরিং সেল গঠন এবং প্রয়োজন অনুসারে ভর্তুকি বৃদ্ধির দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। এই দুই দাবিতে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানে কাছে স্মারকলিপি দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় তারা উপাচার্যের কাছে দাবি দুইটি তুলে ধরলে তিনি সেগুলোর বাস্তবায়ন, বিশেষত মনিটরিং সেল গঠনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে বলে আশ্বাস প্রদান করেন।

ছাত্রদলের স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসীম সাহসী নেতৃত্বে ফ্যাসিবাদী শেখ হাসিনার দীর্ঘ অপশাসনের অবসান ঘটলেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টির নিরাপত্তার মতন মৌলিক অধিকার আদায়ের বিষয়ে তখনকার মতন এখনো চরম অবহেলা দৃশ্যমান রয়েছে। আর এই অবহেলার বিষয়টি সবচেয়ে প্রকট হয়ে ফুটে ওঠে প্রতিবছর রমজান মাস চলাকালে, যখন কিনা রোজাদার শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্যের চাহিদা থাকে সর্বোচ্চ। এই বিষয়টি নিয়ে বিগত বহু বছরের মতন এবারও শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা বিদ্যমান রয়েছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে অনলাইনের সামাজিক যোগাযোগমাধ্যমসমূহে তাদের মতামত সহ বাস্তবিক জীবনের নানান আলাপচারিতায়।

এ কারণে শাখা ছাত্রদল রমজানকে সামনে রেখে রোজাদার শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টির চাহিদাকে সুষ্ঠুভাবে পূরণ করার লক্ষ্যে দুইটি দাবি অতিসত্বর গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে অনুধাবন করছে।

এতে আরও বলা হয়, রমজানকে সামনে রেখে আবাসিক হলসমূহের ক্যান্টিনে খাদ্যের মান বৃদ্ধি এবং যথাযথ মূল্য নিশ্চিতে হলভিত্তিক প্রশাসনিক মনিটরিং সেল গঠন এবং প্রয়োজনানুসারে ভর্তুকি বৃদ্ধির জন্য আপনার নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যথোপযুক্ত পদক্ষেপ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের সমস্যাটি সমাধান করে আমাদের বাধিত করবেন এবং এই কার্যক্রম দুইটিকে ধারাবাহিকভাবে বজায় রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

এসময় শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence