ছাত্রলীগ নেতাকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করল ছাত্রদল

আব্দুল্লাহ আল রাফি সাকিব
আব্দুল্লাহ আল রাফি সাকিব  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান বিভাগের ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল রাফি সাকিবকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মীরা। আব্দুল্লাহ আল রাফি সাকিব পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা দুইটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মামুন, রবিউল আউয়াল ও রিয়াজুল আরেফিনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা জবি টিএসসি থেকে তাকে আটক করেন।

আটক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল রাফি বলেন, ‘আমি জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম। আমি ফেসবুকে আন্দোলনের পক্ষে পোস্ট করেছি অনেক। আমি কখনো কারও ক্ষতি করিনি। কখনো চাঁদাবাজি করিনি। কেউ আমার ছবি তুলে পোস্ট দিয়েন না, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমি কোটা আন্দোলনের পক্ষে পোস্ট করেছি দেখে আমাকে জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির নেতাকর্মীরা হুমকি দিয়েছিল। তারা আমাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেবে বলে হুমকি দেন।’

আরও পড়ুন: জাবির শেষ দিনের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৭৫ জন

জানা যায়, আব্দুল্লাহ আল রাফি সাকিব কোটা আন্দোলনের পক্ষে থাকলেও এক দফা আন্দোলনের পক্ষে ছিলেন না। এ সময় তিনি ফেসবুকে ‘কোটার সাথে ছিলাম, কিন্তু এক দফার সাথে নাই’ এমন পোস্ট করেছেন বলেও অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। কিছুদিন ধরে ক্যাম্পাসে খেলাধুলা, আড্ডাসহ সব কিছুতে সরব ছিলেন এই নেতা। তবে তার দাবি সে এক দফারও পক্ষে ছিলেন।

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মামুন বলেন, ‘আব্দুল্লাহ আল রাফি অতীতে আমাদের অনেক নেতাকর্মীকে নিয়ে হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করেছে। সে জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল বলে জানতে পেরেছি। জুলাই আন্দোলনের বিপক্ষে থাকা একটি বিভাগের ছাত্রলীগের সভাপতি এভাবে ক্যাম্পাসে ঘুরেফিরে খেলাধুলা করে এটা আমাদের জন্য লজ্জার। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের বিচারের জন্য।’

আরও পড়ুন: ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা

তিনি আরও বলেন, ‘আমরা এখন তাকে প্রক্টর অফিসে তুলে দেব। প্রক্টর অফিস যা করার করবে বিচার। আমরা আটক করে তুলে দেওয়ার প্রয়োজন মনে করেছি, সেটাই করেছি।’

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো.তাজাম্মুল হক বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখতেছি। ছেলেটার বিভাগের শিক্ষকদের ডাকব, তার বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence