জাতীয় নাগরিক কমিটির ৫ প্রশ্নে দুই লাখ মানুষের সাড়া

জাতীয় নাগরিক কমিটি
জাতীয় নাগরিক কমিটি   © সংগৃহীত

নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে জনমত জরিপ চালাচ্ছে জাতীয় নাগরিক কমিটি (জানাক) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক এ জরিপে বিপুলসংখ্যক মানুষের সাড়া মিলেছে। ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া অনলাইন কর্মসূচিতে আজ (রবিবার) দুপুর পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ অংশ নিয়েছেন।

জানাকের মুখপাত্র সামান্তা শারমিন জানান, বিপুলসংখ্যক ফর্ম ইতোমধ্যে জমা পড়েছে এবং আরও আসছে। বর্তমানে এসব তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের কাজ চলছে।

জানাকের জরিপে অংশগ্রহণকারীদের কাছে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। এগুলো হলো ১. আপনার মতে, কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে? ২. নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যার সমাধান চান?, ৩. নতুন দলের কাছে আপনি কী প্রত্যাশা করেন?, ৪. দলের নাম কী হতে পারে? ও ৫. দলের প্রতীক (মার্কা) কী হতে পারে?

আরও পড়ুন: ‘জুলাই যুদ্ধের ক্যাপ্টেন হিসেবে আখতারকে নতুন দলের আহবায়ক বানাতে হবে’

জরিপের ফলাফল বিশ্লেষণ করে জানাক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, মানুষ ব্যাপকভাবে ইতিবাচক সাড়া দিচ্ছেন। বিশেষ করে দলের নাম ও প্রতীকের বিষয়ে অংশগ্রহণকারীরা নানা পরামর্শ দিয়েছেন।

নাম ও প্রতীকের বিষয়ে মতামত
সামান্তা শারমিন জানান, দলের নামের ক্ষেত্রে ‘জাস্টিস’, ‘নাগরিক’ ও ‘বৈষম্যবিরোধী’ শব্দগুলো অন্তর্ভুক্ত করার পক্ষে বিপুলসংখ্যক মানুষ মত দিয়েছেন। প্রতীকের ক্ষেত্রে ‘দোয়াত-কলম’, ‘তলোয়ার’ ও ‘শাপলা ফুল’ শীর্ষে রয়েছে।

আন্দোলন থেকে রাজনৈতিক দল গঠনের পথে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ সালের ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে, যা পরে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলন পরিচালনার জন্য ৮ জুলাই গঠিত ৬৫ সদস্যের সমন্বয়ক টিম ৩ আগস্ট ১৫৮ সদস্যে উন্নীত হয়।

আরও পড়ুন: শোকজ পেয়ে যা বলছেন জবি ছাত্রদলের দুই নেতা

এরপর ২২ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তখনই আন্দোলনের নেতারা জানান, তাদের কার্যক্রম এখানেই থামবে না, বরং দেশ পুনর্গঠনের লক্ষ্যে রাজনৈতিক কাঠামো তৈরি করা হবে।

এই লক্ষ্য নিয়েই গত বছরের সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি (জানাক) আত্মপ্রকাশ করে, যা ইতোমধ্যে দেশের প্রায় ৩০০ থানায় কমিটি গঠন করেছে। নতুন রাজনৈতিক দল গঠনের নেতৃত্ব দিচ্ছে এই সংগঠন।


সর্বশেষ সংবাদ