ঢাবিতে ভর্তি পরীক্ষা : অসুস্থ অভিভাবককে চিকিৎসা দিল ছাত্রদল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক অভিভাবককে প্রাথমিক চিকিৎসা দিয়েছে ঢাবি ছাত্রদলের মেডিকেল ক্যাম্প। ছাত্রদলের ক্যাম্পে দায়িত্বরত ডা. আবদুল্লাহ আর রায়হান, ডা. আবরার হামিম ও ডা. যারিফ খান প্রাথমকি চিকিৎসা দেওয়ার পর ওই অভিভাবককে নিয়ে হাসপাতালে নিয়ে যান।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই অভিভাবক মধুর ক্যান্টিনের কাছে অসুস্থ হয়ে পড়ে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ও ধর্মবিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকার তাঁকে মেডিক্যাল ক্যাম্পে নিয়ে আসেন। পরে ক্যাম্পে দায়িত্বরত চিকিৎসকেরা ওই অভিভাবককে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর আবার ক্যাম্পাসে ফিরিয়েও নিয়ে আসেন।