দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

ছাত্রলীগ নেতা নিহত
ছাত্রলীগ নেতা নিহত  © টিডিসি সম্পাদিত

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলায় আব্দুল্লাহ আল মামুন মণ্ডল (৩৫) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধাপেরহাটের জামদানীর রাস্তার মুখে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন মণ্ডল (৩০) ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ওই এলাকার খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে। পরে হাসপাতাল থেকে মরদেহ ধাপেরহাটে নিয়ে এলে স্থানীয় জনতা ও স্বজনরা মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে মোবাইল ফোনে ডেকে নিয়ে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে মামুনকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গাইবান্ধা সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করে।

সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ