আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে সরব বৈষম্যবিরোধীরা, আগে গণহত্যার বিচার চায় ছাত্রদল-শিবির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ PM

গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী কাশেম বুধবার (১২ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সদ্য উন্মুক্ত আয়নাঘরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের দৃশ্য প্রকাশিত হয়েছে। এদিকে জাতিসংঘের প্রতিবেদনেও সে বর্বরতার চিত্র উঠে এসেছে। এবার সব ক্ষোভ জমে আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে। তবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে গণহত্যার জন্য তাদের নেতাকর্মীদের বিচারকে প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’ এই পোস্টে তিনি #banawamilegue হ্যাশট্যাগ ব্যবহার করেন।
আরো পড়ুন: গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আহত একজনের মৃত্যু
আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা চাই দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসা। বিচার প্রক্রিয়া শুরু হলে সকল গণহত্যাকারীর বিচার হবে। আইনের মাধ্যমে সেটা করতে হবে। জোর করে তো কোনোকিছু করা যাবে না। বিচার না করে কোনো পদক্ষেপ নিলে সেটা পরবর্তীতে প্রশ্নের সম্মুখীন হবে। বিচারের মাধ্যমে গণহত্যার সাথে জড়িত কারা, কোন দল দায়ী, কে নির্দেশনা দিয়েছে সেটা পুঙ্খানুঙ্খভাবে বের করতে পারলে একটা সুরাহা হবে।’
আরো পড়ুন: গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলায় নিহতের পরিচয় জানা গেল
এ বিষয়ে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এসএম ফরহাদ বলেন, ‘গণহত্যার সাথে জড়িত সকলের বিচারের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। চব্বিশের অভ্যুত্থানের পর ছাত্রলীগকে নিষিদ্ধ করা ছিল জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। আমি আশা করি বিচারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার এমন ব্যবস্থা নিবে যা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে।’