ছাত্রলীগের বিরুদ্ধে চিরুনি অভিযান চান সমন্বয়ক হান্নান মাসউদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ PM

অতি দ্রুত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করে গণশাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।
আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘যাত্রাবাড়ীতে বিএনপিকর্মীকে খুন এবং শাহবাগে শিবিরের অঙ্কিত জুলাই গ্রাফিতি মুছে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ।’
প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ এখনো কিভাবে এমন কাজ করার সাহস পায়? রাজপথে মিছিল করার সাহস পায়? প্রশাসন কী করে? অতি দ্রুত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করে গণশাস্তির আওতায় নিয়ে আসা হোক।
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট ও গণবিরোধী আওয়ামী লীগ দেশ ও দশের শত্রু। এরা সুযোগ পেলে সব দলকে ছোবল মারতে ন্যূনতম দ্বিধা করবে না। প্রশাসনের নিস্ক্রিয়তা এবং রাজনৈতিক অনৈক্য থাকলে এরা গুপ্ত হামলা চালানোও শুরু করতে পারে।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপস নেই।
আওয়ামী লীগের প্রশ্নে কোনো দল-মত-গোষ্ঠী নেই। আগামীতে কোনো ফ্যাসিস্টকে রাজনীতি করতে সুযোগ দেওয়া হবে না। যদি কোনো দল বা গোষ্ঠী গণবিরোধী আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করে, তবে সে দলকে ৫ আগস্টের কথা আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই।’
প্রবীণদের বলব, ‘সনাতনী ধারার রাজনীতি ছেড়ে নতুন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা নিন।