ক্যাম্পাসে শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে ঢাবি ছাত্রদলের স্টিকার ও বোর্ড স্থাপন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:৪১ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনের পর দিন শব্দদূষণ বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রতিনিয়তই দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। এই দুর্ভোগ লাগবে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তায় ‘হর্ন বাজানো নিষেধ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা’ লেখা সংবলিত প্রায় শতাধিক স্টিকার ও বোর্ড স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে ক্যাম্পাসের শাহবাগ থেকে কার্জন হল এলাকা পর্যন্ত মেট্রোরেলের পিলারগুলোতে স্টিকার ও পলাশী থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, নীলক্ষেত থেকে ফুলার রোড ও টিএসসি পর্যন্ত রোডের মাঝে ও দুই পাশের বৈদ্যুতিক খুঁটিতে বোর্ড স্থাপন করেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাছের মিশুক, মো. আকিব জাভেদ রাফি, সহ-সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল, গণ-সংযোগ বিষয়ক সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, সদস্য হাসিবুল ইসলাম সাকিব, সহ-আইন বিষয়ক সম্পাদক সাফওয়ান হাসান তামিম, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক রায়হানা পারভীন, হাজী মুহম্মদ মুহসীন হলের দপ্তর সম্পাদক আবুজার গিফফারী ইফাত, রোকেয়া হলের জান্নাত, শহীদুল্লাহ্ হলের মোসাদ্দেক শান্ত, সূর্যসেন হলের কাজী আবির ও কাজী আবির আবদুল্লাহ অনন্ত, জহুরুল হক হলের লুৎফুর কবির রানা ও বিজয় একাত্তর হলের আরকানুল ইসলাম রুপক প্রমুখ।
জানতে চাইলে ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, ক্যাম্পাসের অভ্যন্তরীণ রোডগুলো সিটি কর্পোরেশনের অধীনে থাকায় অবাধ যান চলাচলের ফলে প্রতিনিয়তই পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তাই অতিরিক্ত শব্দদূষণের জন্য ক্যাম্পাসে শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে যাত্রী ও চালকদের দৃষ্টি আকর্ষণ করতে স্টিকার ও বোর্ড স্থাপন করা হয়েছে। এর ফলে শব্দদূষণ রোধে কিছুটা স্বস্তি পাবেন শিক্ষার্থীরা।