বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা কমিটি স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৬ জানুয়ারি ঘোষিত টাঙ্গাইল জেলা কমিটি আপাতত স্থগিত করা হলো। তবে স্থগিতের কারণ বা পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে কোনো নির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়নি।
এর আগে, গত ৬ জানুয়ারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী আলামিনকে আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলামকে সদস্য সচিব করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।
তবে কমিটি গঠনের পর থেকেই জেলা ছাত্র প্রতিনিধিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অনেকে অভিযোগ করেন, আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ছাত্রদের বাদ দিয়ে কমিটিতে সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
মারিয়াম মোকাদ্দেস মিষ্টি নামে এক ছাত্র প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল কমিটিতে আন্দোলনের সামনের সারিতে থাকা নেতাদের বাদ দেওয়া হয়েছে। বরং যারা হাসিনা পতনের পর তেলবাজি করেছে, তাদের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। তাই আমরা এই কমিটি বয়কটের ঘোষণা দিয়েছি।
কেন্দ্রীয় নেতৃত্ব কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করলেও এর পেছনের কারণ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে সংশ্লিষ্টদের মতে, কমিটি নিয়ে সৃষ্ট বিতর্ক মেটাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় ছাত্র প্রতিনিধিরা আশা করছেন, আন্দোলনের মূল আদর্শ বজায় রেখে নতুন করে একটি স্বচ্ছ এবং সবার মতামতকে সম্মান জানিয়ে কমিটি গঠন করা হবে।