ইসলামী ছাত্রশিবিরের ফেনী শহর কমিটির সভাপতি ফারুক, সেক্রেটারি শফীকুল
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ PM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ফেনী শহরের একটি কার্যালয়ে আয়োজিত সদস্য সমাবেশে সাবেক ফেনী শহর সেক্রেটারি ওমর ফারুককে ২০২৫ সালের সভাপতি ও সাবেক অফিস সম্পাদক শফীকুল ইসলামকে সেক্রেটারি ঘোষণা দেওয়া হয়।
শনিবার (৪ জানুয়ারি) রাতে ফেনীর দারুল ইসলাম সোসাইটির মিলনায়তনে ছাত্রশিবির ফেনী শহর শাখার উদ্যোগে সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক সাদিক আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির শাখার সদ্য বিদায়ী সভাপতি সাদিক কাইয়ূম।
সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ওমর ফারুককে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথ বাক্য পাঠ করান।
পরে নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক সদস্যদের পরামর্শক্রমে শাখার সেক্রেটারি হিসেবে শফিকুল ইসলামকে মনোনীত করেন এবং তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।
আগামী দিনে সংগঠনের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশা ব্যক্ত করেছে নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারি।