৩১শে ডিসেম্বর কী হবে, জানালেন সমন্বয়ক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ PM
আগামী ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা।
এবার সেই ক্যাম্পেইন সম্পর্কে বললেন সমন্বয়ক মোঃ হাসিবুল ইসলাম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘Proclamation of July Revolution ঘোষণার দিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছি তাদের জন্য কেন গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘জুলাইতে আমরা খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে করেছি। আমাদের আন্দোলনে হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক মহলে পতিত স্বৈরাচার এই আন্দোলকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সুতরাং এই আন্দোলনকে সাংবিধানিক ও আন্তর্জাতিকভাবে লেজিটিমেসি দিতে প্রোক্লামেশনের দরকার। যাতে পতিত স্বৈরাচার ২৪ নিয়ে আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্র করার সুযোগ না পায়।’
পোস্টে এই সমন্বয়ক আরও লেখেন, ‘রাজনৈতিক পালাবদলে ২৪ কে অস্বীকার করে বিপ্লবীদের হয়রানি যাতে না করতে পারে সেজন্যও প্রোক্লামেশন জরুরি। এখনই যারা ম্যান্ডেট নাই বলতে পারে তারা পট পরিবর্তনে বিপ্লবীদের এই কারণে ঝামেলায় ফেলবে না, গ্যারান্টি কই!? জুলাইয়ের ঘোষণাপত্র আরও আগে দরকার ছিল। এটা নিয়ে কোনো চক্রান্ত বিপ্লবীরা বরদাস্ত করবে না।’