গুপ্তহত্যা বন্ধে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

  © সংগৃহীত

জুলাইয়ের বিপ্লবী ছাত্রদের গুপ্ত হত্যায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা জড়িত দাবি করে তাকে ভারত সরকারের মাধ্যমে গ্রেফতার করে দেশে ফেরানোর দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। এছাড়া গুপ্তহত্যায় জড়িতদেরকে জঙ্গীদের মতো চিহ্নিত করে দমন করতে সরকারকে একটি বিশেষ বাহিনী গঠনেরও আহবান জানিয়েছে সংগঠনটি। 

আজ রবিবার রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় বিপ্লবী ছাত্র পরিষদ।

এসময় ঢাবি ভিসি গুপ্তহত্যা বন্ধ করতে সরকার ও পুলিশকে জোরালো ভূমিকা রাখার আহবান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তহবিল সঙ্কট থাকা সত্ত্বেও ছাত্রদের নিরাপত্তায় হল ফান্ড থেকে আবাসিক হলগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে বলেও তিনি আশ্বাস দেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কার্যালয়ে তার হাতে স্মারকলিপি তুলে দেন বিপ্লবী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক সানোয়ারা খাতুন, যুগ্ম-আহবায়ক নিয়াজ আহমদ ও সদস্য সচিব মুহিব মুশফিক খান। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আহবায়ক আবদুল ওয়াহেদ ও যুগ্ম-আহবায়ক আশরাফ উল্লাহ খাঁন। 

স্মারকলিপিতে বলা হয়েছে, ৫ আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো থাকলেও গোটা দেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমাবনতিশীল হয়ে পড়ছে। এ পর্যন্ত দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ তিনজন নিহত ও বহুসংখ্যক শিক্ষার্থী হত্যার হুমকি পেয়েছেন। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেদ হাসান নিখোঁজ হয়েছেন। 

এ অবস্থায় ছাত্র-জনতার নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের কাছে পরিস্থিতি তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আহবান জানিয়েছে সংগঠনটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence