নাটোরে শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের মতবিনিময়

কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের আগমন
কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের আগমন  © টিডিসি ফটো

নাটোর নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ অক্টোবর) ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন,বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে কলেজ ক্যাম্পাসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ছাত্র রাজনীতির গতিপথ, সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা এবং আগামী দিনের বাংলাদেশ নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের সাথে সাধারণ শিক্ষার্থীরা এক প্রাণবন্ত আলোচনায় অংশ নেন। 

মতবিনিময় সভায় দলটির কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা আগামী দিনে এক নতুন বাংলাদেশ গড়তে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতির বিষয়ে ঐকমত্য পোষণ করে সবাইকে দেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল হক জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিবকে বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর জেলা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।

উল্লেখ্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সম্প্রতি আটত্রিশটি টিম গঠন করে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দিনে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনে কাজ করে যাচ্ছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক জন সহ-সভাপতিকে টিম লিডার মনোনীত করে দুইজন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সহ তিন সদস্যের এই টিম গুলো মূলত ছাত্র সমাজের উদ্দেশ্য ছাত্রদলের বার্তা এবং দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফাকে তৃণমূলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিচ্ছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence