আহত আরও এক কর্মীর মৃত্যু, গণঅভ্যুত্থানে ছাত্রদলের নিহত বেড়ে ৩২

নিহত ছাত্রদল কর্মী আসিফ
নিহত ছাত্রদল কর্মী আসিফ  © সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘিরে সহিংসতায় বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের আহত আরও এক কর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে সংগঠনটির নেতাকর্মীর নিহতের সংখ্যা দাঁড়াল ৩২।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট নোয়াখালীর সোনাইমুড়ী থানার সামনে হামলায় আহত ছাত্রদল কর্মী মো. আসিফ গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে এ পর্যন্ত ছাত্রদলের ৩২ জন নেতাকর্মী খুনি হাসিনার সরকারের হাতে নিহত হয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার ঢামেক হাসপাতালে বেগমগঞ্জ উপজেলা ছাত্রদল কর্মী মো. আসিফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে আমাদের নিহত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। আমরা আহত ও নিহত নেতাকর্মীদের তালিকা চূড়ান্ত করছি। শিগগিরই তাদের পাশে দাঁড়াবো। 

আরও পড়ুন: গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদলের ৩১ নেতা : সাধারণ সম্পাদক

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, শুধু ছাত্রদল নয়, যারাই এ আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াবে ছাত্রদল। 

জানা গেছে, নিহত ছাত্রদল কর্মী আসিফের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মির আলী পুর গ্রামের মিরওয়ারিশ পুর ইউনিয়নে। তারা বাবার নাম মোরশেদ আলম ও মায়ের নাম মৃত আয়শা বেগম।

নিহতের ভাই হাসান রাসেল জানান, আমার ভাই ঝিগাতলা এলাকায় বোনের বাসায় থাকত। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে আজ আমার ভাই মারা যায়।


সর্বশেষ সংবাদ