প্রথমবারের মতো হল ও অনুষদে কমিটি দিচ্ছে নোবিপ্রবি ছাত্রলীগ

লোগো
লোগো  © ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হল, অনুষদ এবং ইনস্টিটিউটগুলোতে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শাখা ছাত্রলীগ। এজন্য পদপ্রত্যাশী নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত আহ্বান করেছে সংগঠনটি। নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। হল ও অনুষদে এটাই প্রথম কমিটির গঠনের উদ্যোগ বলে জানায় সংগঠনটি।

ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্গত ২টি হল, ৬টি অনুষদ এবং ২টি ইন্সটিটিউটে ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কমিটিতে পদ প্রত্যাশীদের দুই কপি ছবি ও জীবনবৃত্তান্ত আগামী সাত দিনের মধ্যে শাখার দলীয় কার্যালয়ে জমা দিতে হবে।

গত ১৫ জানুয়ারি এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কেমন নেতৃত্ব আসতে পারে এই কমিটিগুলোতে তা নিয়ে সকলের মাঝে শুরু হয় নানান আলোচনা। পদপ্রত্যাশী নেতাকর্মীরা বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

পদপ্রত্যাশী নেতাকর্মীরা বলছেন, এই কমিটিগুলো গঠনের মাধ্যমে নোবিপ্রবি শাখা ছাত্রলীগ আরও সুসংগঠিত হবে। এসব কমিটি শিক্ষার্থীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে।

২০১৭ সালের ১৮ অক্টোবরে সফিকুল ইসলাম রবিনকে সভাপতি এবং এসএম ধ্রুবকে সাধারণ সম্পাদক করে নোবিপ্রবিতে ছাত্রলীগের প্রথম কমিটি গঠন করা হয়। এ কমিটির পক্ষ থেকে হল, অনুষদ এবং ইন্সটিটিউটে কমিটি গঠন করার আশ্বাস দিলেও পরবর্তীতে তার প্রতিফলন দেখা যায়নি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী টি. এম ফজলে রাব্বি বলেন, নোবিপ্রবি ছাত্রলীগের অন্তর্গত হল, অনুষদ ও ইন্সটিটিউটের কমিটি দেওয়ার ঘোষণা আসার পর থেকেই ক্যাম্পাসে কর্মীদের মাঝে উচ্ছ্বাস শুরু হয়েছে। কারণ নোবিপ্রবি ছাত্রলীগ ইতিহাসে এই প্রথমবার ইউনিটগুলোর কমিটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

ছাত্রলীগ কর্মী মিফতাহুল জান্নাত মাইশা বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার কাছে মনে হচ্ছে, ছাত্রলীগের ইতিহাসে আমরাই প্রথম নজির গড়তে যাচ্ছি। যাদের মূল কমিটি প্রকাশের পর এত দ্রুত সময়ে হল এবং বিভিন্ন অনুষদের মতো ইউনিটগুলোতে কমিটি হচ্ছে। 

নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান বলেন, এ কমিটিগুলো সাংগঠনিক চর্চাকে আরও বেশি গতিশীল এবং শক্তিশালী করবে। আগামীতে শাখা কমিটির জন্য যেন যোগ্য নেতৃত্ব বের করে আনা যায়, সেজন্য আমরা হল ও অনুষদগুলোতে কমিটি দেওয়ার পরিকল্পনা করেছি। আমরা কমিটিগুলো চেয়েছিলাম নির্বাচনের দেওয়ার জন্য। কিন্তু নির্বাচনের সময় ব্যস্ততা থাকায় তা সম্ভব হয়নি।

তিনি বলেন, নতুন বছরের শুরুর এ সময়ে শাখা কমিটিগুলো ঘোষণা করতে আমরা কাজ করছি। আগামী ২১ ফেব্রুয়ারির আগেই এসব কমিটি ঘোষণা করা হবে। যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই, ক্লিন ইমেজের কর্মীদের এসব কমিটিতে রাখা হবে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সাংগঠনিক পরিচয় না থাকার ফলে একটা গ্যাপ তৈরি হয়েছে। সংগত কারণে আমাদের আগের কমিটি শাখা কমিটিগুলো করতে পারেননি। সে জায়গা থেকে আমরা চাচ্ছি সবাইকে সাংগঠনিক পরিচয়ের অধীনে নিয়ে আসার জন্য। সেজন্য আমরা প্রত্যেকের কাছ থেকে সিভি আহ্বান করেছি। যারা এখানে দীর্ঘদিন রাজনীতি করছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। সেজন্য আমরা সিভিতে রেফারেন্স হিসেবে স্থানীয় নেতৃবৃন্দের নাম চেয়েছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence