ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার সময় জানালেন সাদ্দাম-ইনান

সাদ্দাম ও ইনান
সাদ্দাম ও ইনান  © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে আগামী একমাসের মধ্যেই ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। পরবর্তী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে। গঠন করা হবে হল কমিটিও।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মীসভায় এসব কথা বলেন তারা। 

কর্মীসভায় ছাত্রলীগ সাধারণ সম্পাদকশেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। কেননা দেশের গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর মধ্যে ঢাকা কলেজ ছাত্রলীগ অন্যতম। ইতিহাস ঐতিহ্য ও নানান সোনালী অর্জনে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজপথে, আন্দোলন-সংগ্রামে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তবে নানা বাস্তবতার কারণে দীর্ঘদিন ধরে কমিটি না থাকার কারণে নেতৃত্বের শূণ্যতা তৈরি হয়েছে। সেটি কাটিয়ে উঠার জন্য দ্রুতই কমিটি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

শেখ ইনান আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই পূর্ণাঙ্গ কমিটি ও হল কমিটি ঘোষণা করার মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বাড়াতে হবে। তাই যাকেই দায়িত্ব দেওয়া হোক তার সাথে সমন্বয় করে ঢাকা কলেজ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বানও জানান তিনি।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কমিটি গঠন করার লক্ষ্যে আজকের এই কর্মী সভার আয়োজন করা হয়েছে। আমরা আগেভাগে এসে নেতাকর্মীদের মনের কথা ও অনুভূতিটুকু বুঝতে চেষ্টা করছি। শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের জন্য ঢাকা কলেজের অত্যন্ত গুরুত্ব রয়েছে। ঢাকা কলেজ নিয়ে শুধু মাত্র এখানকার শিক্ষার্থীদের আবেগ অনুভূতি রয়েছে এমনটি নয় বরং আমরাও ঢাকা কলেজকে নিয়ে অত্যন্ত গৌরবোধ করি। তাই ঢাকা কলেজ ছাত্রলীগের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। সব সময় চাই ঢাকা কলেজ ছাত্রলীগ গতিশীল এবং সবার সামনে সুন্দর উদাহরণের পাত্র হিসেবে হয়ে থাকবে। 

সাদ্দাম আরও বলেন, দীর্ঘদিন ধরে কমিটি না থাকার কারণে ঢাকা কলেজে নেতৃত্বের জট তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে কমিটির না হওয়ার রাজনৈতিক বাস্তবতা এখানে রয়েছে। তাই সাংগঠনিক গতিশীলতা আনতে হলে কমিটি গঠনের কোন বিকল্প নেই। দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করছে তাদের মধ্যে থেকে দক্ষ ও যোগ্যদের নির্বাচিত করতে হবে। এ কারণেই আমরা আজকের আয়োজন করেছি। আমরা চাই সুন্দর, গতিশীল ও সুশৃংখল ইউনিট হিসেবে ঢাকা কলেজ ছাত্রলীগকে দেখতে। এসব কারণেই আমরা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। একইসাথে দ্রুততম সবার মধ্যে কমিটি গঠনের জন্য জোর প্রচেষ্টা চালানো হবে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence