রাবি ছাত্রলীগ নেত্রীর নেতৃত্বে কৃষকের ধান কেটে দিলেন নেতাকর্মীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৫৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুন্নুজান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারজানা শশীর আহবানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, হরিনাবাড়ি আঞ্চলিক শাখা, নাকাই ইউনিয়ন শাখার নেতাকর্মীরা এক অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়। গতকাল রবিবার এই কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে ফারজানা শশী বলেন, উপজেলা ও ইউনিয়নের সকল নেতাকর্মীকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
শুধু ফারজানা শশীই নয়, কেন্দ্রীয় ছাত্রলীগের ধান কাটার আহবানে দেশজুড়ে যেন এক উৎসবে রূপ নিয়েছে। ছাত্রলীগের এমন কর্মসূচিতে খুশি কৃষকরা। ছাত্রলীগের অনেক নেতা যারা ঈদের ছুটিতে বাড়িতে অবস্থান করছেন তাদের অনেককেই ধান কাটায় অংশ নিতে দেখা গেছে।