‘সেকেন্ড টাইম’ আন্দোলনকারী দুই শিক্ষার্থীর মুক্তির দাবিতে মশাল মিছিল

মশাল মিছিল
মশাল মিছিল  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিধান (সেকেন্ড টাইম) পুনর্বহালের দাবিতে আন্দোলনকারী দুই শিক্ষার্থীর মুক্তির দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মশাল মিছিল শুরু করা হয়।

জানা গেছে, গত ২৩ জানুয়ারি ঢাবিতে ‘সেকেন্ড টাইমের’ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। আলভী ও সানি নামে দুই শিক্ষার্থী ওই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। হামলার প্রতিবাদে গত রোববার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন তাঁরা। কিন্তু এর আগেই গত শনিবার দুপুরে থানায় ডেকে নিয়ে তাঁদের আটক করে পুলিশ। পরে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়। 

আলভী ঢাকার নটর ডেম কলেজ আর সানি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। তাঁরা দুজনই বামপন্থী ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কর্মী।


সর্বশেষ সংবাদ