ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

লোগো
লোগো  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (০৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন শেষে এ ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেছেন আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন সফল হয়েছে, স্বার্থক হয়েছে। 

ছাত্রলীগ সভাপতি বলেন, সনজিত এবং সাদ্দামের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ঐক্যবদ্ধ ছিল। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে থেকে, নিরলস পরিশ্রমের মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত করেছেন। এছাড়া শিক্ষার্থীদের সব ন্যায্য দাবিতে পাশে থেকেছে ঢাবি ছাত্রলীগ।

এদিন বিকেল ৩টায় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সম্মেলনের উদ্বোধক ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় দেরি করে আসায় বিকেল ৩টা ২৭ মিনিটে সম্মেলন উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সন্ত্রাস-মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে কাজ করছে ছাত্রলীগ: জয়

জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন করা হয় এ সম্মেলন। পরে ছাত্রলীগের দলীয় সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

সম্মেলনে ঢাবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে জয় বলেন, আজকের এই সম্মেলনের মাধ্যমে তাদের সফল কার্যক্রমের সমাপ্তি ঘটল। একইসঙ্গে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করছি।=

এর আগে ২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরে ওই বছরের ৩১ জুলাই সনজিত চন্দ্র দাসকে ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এরপর আজ এই কমিটি বিলুপ্তির ঘোষণা দেন আল নাহিয়ান খান জয়।

নতুন নেতৃত্ব নিয়ে কেন্দ্রীয় সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্ব প্রত্যাশী ২৪৫ জন নেতা সিভি জমা দিয়েছেন। আমরা মনে করি সবাই নেতৃত্ব পাওয়ার যোগ্য। তবুও সবকিছু বিবেচনা করে যোগ্যতার ভিত্তিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।


সর্বশেষ সংবাদ