ভুয়া বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির সদস্য দাবি শেকৃবি ছাত্রলীগ নেত্রীর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবি যুক্ত করে ফেসবুকে নিজেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ‘সদস্য’ বলে প্রচার করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে। 

অভিযুক্ত ছাত্রলীগের ওই নেত্রীর নাম শামসুন নাহার কাকলী। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের  ছাত্রীবিষয়ক সম্পাদক।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ পেয়েছেন জানিয়ে পোস্ট করেন কাকলী। কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়ায় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে যোগাযোগ করে জানা যায় বিষয়টি ভুয়া।

এ প্রসঙ্গে জানতে চাইলে শামসুন নাহার কাকলী গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় কমিটিতে পদ পেতে আবেদন করেছিলাম। এর পর ফেসবুকে আমার টাইমলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাসহ কয়েকজন অভিনন্দন জানিয়ে পোস্ট করে। সেটি দেখে আমিও পোস্ট করেছি। 

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মিরাজুল ইসলাম খান শিমুল গণমাধ্যমকে বলেন, গত ১০ দিনে কোনো সদস্য ইস্যু করা হয়নি। ফেসবুকে প্রচার করা সব বিজ্ঞপ্তি ভুয়া। এ ধরনের মিথ্যা তথ্য যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ