জবি ছাত্রলীগে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান

জবি ছাত্রলীগ
জবি ছাত্রলীগ  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউট ভিত্তিক কমিটিতে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্তের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার ( ২২ নভেম্বর)  জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী এবং সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন সাক্ষরিত বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে  বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এই বাংলার অবিকল্প সারথি বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশকে আরও উন্নত, সমৃদ্ধশালী ও চতুর্থ শিল্প বিপ্লবকে সফল এবং ডেন্টা প্লান-২০৪১ বাস্তবায়নে একঝাঁক তরুণ মেধাবী, দক্ষ, শৈল্পিক, স্বাচ্ছ এবং পিতা মুজিব ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শিক, সংগ্রামী নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্ববান করা হয়েছে।’

বিজ্ঞতিতে পদ প্রত্যাশীদেরকে আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর এর মধ্যে ২ কপি জীবন বৃত্তান্তের সাথে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, সর্বশেষ একাডেমিক সনদের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অথবা হল পরিচয় পত্রের ফটোকপি, সহ শিক্ষা কার্যক্রমের জড়িত থাকলে তার স্বীকৃত কপি, পরিবারের কারো আওয়ামী রাজনীতির সম্পৃক্ততা থাকলে তার প্রত্যয়নপত্র, রেফারেন্স হিসেবে স্থানীয় আওয়ামীলীগ সভাপতি-সাধারন সম্পাদক অথবা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংযুক্ত করে শাখা ছাত্রলীগ এর কর্মী আবু জাফর ও মো নিউটন এর নিকট জমাদানের জন্য বলা হয়েছে। 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন ও আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বদ্ধ পরিকর। এই ক্যাম্পাসে ছাত্রদল, শিবির অবাঞ্চিত। আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আমরা বিভাগ, ইনস্টিটিউট ও অনুষদ কমিটি গঠনের জন্য জীবন বৃত্তান্ত আহ্বান করেছি। খুব শীঘ্রই হল ও পূর্নাঙ্গ কমিটির বিষয়েও আমরা হাত দেবো।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ‘দীর্ঘদিন আমাদের ক্যাম্পাসে পূর্ণাঙ্গ হয় না, আমরা চাই আমাদের সাথে যারা আছে তাদেরকে পরিচয় দিয়ে যেতে। সামনে যেহেতু নির্বাচন তাই যারা মুজিব আদর্শ ধারণ করে তাদেরকে দিয়েই কমিটি দেওয়া হবে। পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করেই তবেই কমিটিতে স্থান দেওয়া হবে। হল কমিটির ব্যাপারে তিনি বলেন, এবছর তো ডিসেম্বর চলেই আসছে, আমরা ৪ জানুয়ারির পর এটা নিয়ে ভাববো।’


সর্বশেষ সংবাদ