আইপিএলে এবার ৩০০ রানের সম্ভাবনা দেখছেন গিল

শুভমান গিল
শুভমান গিল  © ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরে দলীয় রান ৩০০ হবার সম্ভাবনা দেখছেন গুজরাট টাইটান্স অধিনায়কের শুভমান গিল। এই ওপেনার মনে করেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের কারণেই আইপিএলের ইতিহাসে প্রথম ইনিংসে তিনশ রান হতে পারে। 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর ৩ উইকেটে ২৮৭ রান। গেল আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছিল হায়দারাবাদ। 

এবারের আইপিএলে দলীয় সংগ্রহ তিনশ স্পর্শ করতে পারে বলে মনে করেন গিল। সংবাদ সম্মেলনে এই ওপেনার বলেন, ‘খেলাটির গতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, মনে হচ্ছে আমরা কোন ম্যাচে ৩শ রান করতে পারি। গত বছর আমরা কয়েকবার খুব কাছেই গিয়েছিলাম। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটি এখানে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে এবং আইপিএলকে আরও আকর্ষণীয় করে তুলেছে।’

নিজ দলের ৩’শ রান করার লক্ষ্য নিয়ে গিল বলেন, ‘প্রথমত আমরা মনে করি না, ৩’শ রান করার জন্য আমরা চেষ্টা করব। এটা আমাদের লক্ষ্য না। দল উপকৃত হবে, এমন ক্রিকেটই আমরা খেলব। আমরা লক্ষ্য থাকবে ২৪০, ২৫০ ও ২৬০ রান করা। এরপর আমরা আরও সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করব।’

এদিকে স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিনশ রান হয়েছে মোট তিনবার। ভারতের ঘরোয়া ক্রিকেট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে ২০ ওভারে ৩৪৯ রান করেছিল বারোদা। এ ছাড়া গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গাম্বিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। ২০২৩ সালে এশিয়ান গেমস ক্রিকেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল। 

তবে আইপিএল থেকে নতুন তারকার জন্ম হয় বলে এই টুর্নামেন্টকে গুরুত্বপূর্ণ মনে করেন গিল। তিনি বলেন, ‘আইপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, প্রতিদিন নতুন তারকার আবির্ভাব হয়। ক্রিকেট প্রতিভা হিসাবে যারা খুব আলোচিত নয়, তারাও দুর্দান্ত পারফরমেন্স করে। একটা জয় প্রয়োজনীয় ছন্দ তৈরি করে দেয়। পরবর্তীতে জয়ের ধারাকে আরও দীর্ঘ করে সামনে এগিয়ে যাওয়া যায়।’

উল্লেখ্য, আইপিএলে আগামী ২৫ মার্চ থেকে অভিযান শুরু করবে গুজরাট। নিজেদের প্রথম ম্যাচেই পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে গুজরাট।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence