মুশফিকের অবসরে হৃদয় ভেঙেছে রিয়াদের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:০২ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:০২ PM
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আজ রোববার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন। মুশফিকের অবসরের খবরে আবেগাক্রান্ত হয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ।
ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে তিনি লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শোনাটা ছিল হৃদয়বিদারক। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার ও অর্জন তুমি ভালো করেছো। তোমার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ছিল আনন্দের। তোমার কাজের ধরণ যে কোনো ফরম্যাটে অনুপ্রেরণা হয়ে থাকবে। ’
এরপর হ্যাশট্যাগ দিয়ে ‘সম্মান’ শব্দ লিখে শেষ করেন মাহমুদউল্লাহ। লেখাটির সঙ্গে দুইজনের গত টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ছবি জুড়ে দেন মাহমুদউল্লাহ।
এর আগে মুশফিকুর রহিম পোস্টে লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি।
আরও পড়ুন: টি২০ থেকে অবসর নিলেন মুশফিক
যদিও ঘরোয়া টি-টোয়েন্টি চালিয়ে যাবেন জানিয়ে মুশফিক লিখেছেন, ‘টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য।
‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ’
দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টাইগারদের পক্ষে টি-টোয়েন্টিতে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছিলেন মুশফিক। যিনি খেলেছেন মোট ১০২ ম্যাচ।