বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শুরু বুধবার, টিকিট ১৫০ টাকা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শুরু বুধবার, টিকিট ১৫০ টাকা
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শুরু বুধবার, টিকিট ১৫০ টাকা  © ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দর্শক থাকছে। নির্দিষ্ট আসনের ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করাতে সরকারের সঙ্গে আলোচনা করছে বিসিবি। ২৩ তারিখ থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের টিকিট ২২ তারিখ থেকে পাওয়া যাবে। টিকিটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা। সর্বোচ্চ ১০০০ টাকা।

মার্চের শুরুতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ। এ দুই সিরিজেই ডিআরএস থাকছে। আগামীকাল ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সাগরিকার বাইটেক মোড়ে টিকিট বুথে অগ্রীম টিকিট বিক্রি করবে বিসিবি।

ম্যাচের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। ভিআইপি গ্যালারির ছাদের উপরে টিকিটের দর ১ হাজার টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ৫০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে ১৫০ টাকা।

আরও পড়ুন: আফগানিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ দিকে এসে মাঠে দর্শক ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সময় কেবলই তিন থেকে চার হাজার দর্শককে মাঠে বসে খেলা দেখার অনুমতি পেয়েছিল বিসিবি। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আরও বেশি সংখ্যক দর্শককে মাঠে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।

এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। সাধারণ দর্শকরা সর্বোনিম্ন একশ পঞ্চাশ টাকায় টিকিট কেটে দেখতে পারবেন খেলা।

চট্টগ্রামে আগামী বুধবার (২৩ ফেব্রুয়ারি) ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে এই সিরিজ। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে মিরপুর শের-ই-বাংলায়। দুটি টি-টোয়েন্টির প্রথমটি বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

ওয়ানডে সিরিজ: ১ম ওয়ানডে, বুধবার (২৩ ফেব্রুয়ারি), সকাল ১১টায়, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ২য় ওয়ানডে, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি), সকাল ১১টায়, সকাল ১১টায়, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ৩য় ওয়ানডে, সোমবার (২৮ ফেব্রুয়ারি), সকাল ১১টায়, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

টি-টোয়েন্টি সিরিজ: ১ম টি-টোয়েন্টি, বৃহস্পতিবার (৩ মার্চ), দুপুর ৩টায়, মিরপুর শের-ই-বাংলা, ঢাকা। ২য় টি-টোয়েন্টি, শনিবার (৫ মার্চ), দুপুর ৩টায়, মিরপুর শের-ই-বাংলা, ঢাকা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence