যুব বিশ্বকাপের সেরা একাদশে মিরাজ, আইসিসির একাদশে রিপন
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৮ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৫ PM
যুব বিশ্বকাপের আলোচনা এলে তাই সামনের সারিতেই থাকেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া সর্বকালের সেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। অপরদিকে যুব বিশ্বকাপ-২০২২ আইসিসির সেরা একাদশে স্থান পেয়েছে বাংলাদেশের রিপন মণ্ডল।
আরও পড়ুন: সিলেটে শ্বশুরবাড়ি গেলেন মঈন আলী
গতকাল রাতে শেষ হলো যুব বিশ্বকাপ। ইংল্যান্ডকে হারিয়ে ৫ম বারের মত শিরোপা জিতলো ভারত। নিজের ইউটিউব চ্যানেলে যুব বিশ্বকাপের আলোচনায় সর্বকালের সেরা যুব বিশ্বকাপ একাদশ বেছে নেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া । একমাত্র ইংল্যান্ড থেকে দুইজন আছেন এই একাদশে।
ঘরের মাঠে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড নৈপুণ্য ব্যাটিংয়ে চার ফিফটিসহ ৬০.৫০ গড়ে ২৪২ রান করেন তখনকার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক। পাশাপাশি ১৭.৬৬ গড়ে শিকার করেন ১২ উইকেট। সেই বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিলেও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন মিরাজ। তাই যুব বিশ্বকাপের আলোচনা এলেই উঠে আসে মিরাজের কথা।
গতকাল শেষ হলো যুব বিশ্বকাপ-২০২২। বিশ্বকাপ শেষে সেরা পারফরমারদের নিয়ে একাদশ ঘোষণা করেছে আইসিসি। গতবারের চ্যাম্পিয়ন এবার অষ্টম স্থানে থাকা বাংলাদেশের শুধু রিপন মণ্ডলই স্থান পেয়েছে সেরা একাদশে।
বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ভারত থেকে আইসিসির এই একাদশে জায়গা পেয়েছেন সর্বোচ্চ তিন ক্রিকেটার। ভারতীয় অধিনায়ক জশ ঢুলের নেতৃত্বে একাদশে আছেন তাঁর সতীর্থ রাজ বাওয়া ও ভিকি ওস্টওয়াল। বিশ্বকাপের রানার আপ ইংল্যান্ড থেকে আছে দুজন। পাকিস্তান থেকেও আছেন দুজন ক্রিকেটার।
আরও পড়ুন: ‘আসামি ধরতে গ্রামে গ্রামে হকারিও করেছি’
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বেবি এবি খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসও আছেন এই একাদশে। দক্ষিণ আফ্রিকা থেকে আছেন এই একজনই। আইসিসির এই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন রিপন। ১৪ উইকেট নেওয়া রিপন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা থেকে আছেন একজন করে ক্রিকেটার। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছেন আফগানিস্তানের নূর আহমেদ।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আইসিসির একাদশে:
হাসেবুল্লাহ খান, টেক উইলি, জশ ঢুল, টম প্রেস্ট, দুনিথ উইল্লালগে, রাজ বাওয়া, ভিকি ওস্টওয়াল, রিপন মণ্ডল ওয়াইস আলী, জোশ বাইডেন।
অতিরিক্ত খেলোয়াড়: নূর আহমেদ।