আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় সাকিব

আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় সাকিব
আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় সাকিব  © ফাইল ছবি

চলতি বছরের জন্য মনোনীত আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়দের তালিকায় আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ২০২১ সালের জন্য ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে মোট চার ক্রিকেটারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ তালিকায় বাংলাদেশ দল থেকে জায়গা করে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আরও পড়ুন: সাকিব আল হাসানের যত অর্জন

বাকি তিন ক্রিকেটার-পাকিস্তানের ওপেনার বাবর আজম, দক্ষিণ আফ্রিকা থেকে জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

আরও পড়ুন: অতিরিক্ত অহমে ভোগেন সাকিব

২০২১ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন সাকিব। দুটি অর্ধশতক আছে এর মধ্যে। ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। বছরের শুরুতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন: ব্যবসায় মনোযোগী সাকিব, তিন ফরম্যাটে খেলতে অমত

এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ভুলে যাওয়ার মতো সময় পার করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে আবার নামের প্রতি সুবিচার করেন সাকিব। তিন ম্যাচের ওই সিরিজেও সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

অন্যদিকে মনোনীত বাবর আজম এ বছর করেছেন ৪০৫ রান। দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ২০২১ সালে করেছেন ৫০৯ রান। পল স্টার্লিংয়ের ব্যাট থেকে এসেছে ৭০৫ রান।

এ বছর ১৩টি ক্যাটাগরিতে আইসিসি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এখন পর্যন্ত বর্ষসেরা টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটারের অ্যাওয়ার্ডের জন্য মনোনীত খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে আইসিসি।


সর্বশেষ সংবাদ