ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তুষার ইমরানের

তুষার ইমরান
তুষার ইমরান  © ফাইল ফটো

সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। শনিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান তিনি।

ফেসবুকের ওই পোস্টে তিনি জানান, ‘আগামীকাল প্রথম শ্রেণির ক্রিকেট ও আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাব। দোয়া করবেন।’

জানা গেছে, আগামীকাল রবিবার (২০ নভেম্বর) সাভারের বিকেএসপিতে অবসরের ঘোষনা দেবেন তুষার। তবে ইনজুরির কারণে খেলতে পারবেন না। জাতীয় লিগ শুরুর আগেই অবশ্য তিনি ঘোষণা দিয়েছিলেন, এটিই তার শেষ লিগ।

তুষার ইমরান আন্তর্জাতিক ক্রিকেটে ৫ টেস্ট খেলে করেছেন ৮৯ রান। আর ৪১ ওয়ানডেতে ৫৭৪ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়াতে না পারলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮২ ম্যাচে ৩২ সেঞ্চুরি ও ৬৩ ফিফটিতে ৪২.৭৫ গড়ে করেছেন ১১ হাজার ৯৭২ রান। এছাড়া লিস্ট এ ক্রিকেটে এক সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে তার সংগ্রহ ৪ হাজার ৪৩৯ রান।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!