টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত ও বাংলাদেশের কেউ নেই সেরা একাদশে, বাবর সেরা অধিনায়ক

মোস্ট ভ্যালুয়েবল টিম অব দ্য টুর্নামেন্ট
মোস্ট ভ্যালুয়েবল টিম অব দ্য টুর্নামেন্ট  © সংগৃহীত

সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সেরা পারফর্মারদের নিয়ে একাদশ তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তালিকায় ভারত ও বাংলাদেশের কোনও ক্রিকেটারের জায়গা হয়নি।

তবে সেমিফাইনালে না উঠলেও শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার দুইজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন এই তালিকায়। তাছাড়া ফাইনালে খেলা নিউজিল্যান্ড দল থেকে শুধুই ট্রেন্ট বোল্ট আছেন।

কিউইদের হারিয়ে রবিবার (১৪ নভেম্বর) রাতে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। পরের দিন আজ সোমবার (১৫ নভেম্বর) এই টুর্নামেন্টের খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে সেরা একাদশ ঘোষণা করে আইসিসি। যাকে অফিসিয়াল ভাষায় বলা হচ্ছে ‘মোস্ট ভ্যালুয়েবল টিম অব দ্য টুর্নামেন্ট’।

ধারাভাষ্যকার, সাবেক ক্রিকেটার ও সাংবাদিকদের নিয়ে গড়া নির্বাচক প্যানেলের মাধ্যমে বিশ্বকাপের সেরা একাদশটি সাজানো হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার সেরা একাদশে সুযোগ পেয়েছেন। ওপেনার ডেভিড ওয়ার্নার ছাড়াও আছেন অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড। ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জস বাটলার এবং অলরাউন্ডার মঈন আলী।

বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৭ ম্যাচে করেছেন ৩০৩ রান। দক্ষিণ আফ্রিকা থেকে সুযোগ পেয়েছেন দু’জন। এইডেন মার্করাম ৫৪ গড়ে ১৬২ রান করেছেন। এছাড়া আইনরিখ নর্কিয়া ৯ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ড থেকে পেসার ট্রেন্ট বোল্টও একাদশে সুযোগ পেয়েছেন। তিনি নিয়েছেন ১৩ উইকেট। শ্রীলঙ্কা থেকে সুযোগ পাওয়া ক্রিকেটার হলেন চারিথ আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

আইসিসির সেরা একাদশ: বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ডেভিড ওয়ার্নার ( অস্ট্রেলিয়া), জস বাটলার (উইকেটকিপার, ইংল্যান্ড), মঈন আলী (ইংল্যান্ড), চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), আইনরিখ নর্কিয়া (দক্ষিণ আফ্রিকা)। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।


সর্বশেষ সংবাদ