ফাহমিদুল ইস্যুতে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ক্যাবরেরা

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও ফাহমিদুল ইসলাম
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও ফাহমিদুল ইসলাম  © সংগৃহীত

ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে রেখেছিলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তার অধীনে সৌদি আরবে এক সপ্তাহ ক্যাম্পের পাশাপাশি একটি অনুশীলন ম্যাচও খেলেছে লাল-সবুজেরা। এরপর আকস্মিকভাবে ফাহমিদুল দল থেকে বাদপড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সমর্থক-ফুটবলপ্রেমীরা।

বুধবার (১৯ মার্চ) টানা দ্বিতীয় দিনের মতো ফাহমিদুলকে দলে ফেরাতে আন্দোলন করছেন ভক্ত-সমর্থকরা। এরই মাঝে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্যাবরেরা অকপটেই জানিয়ে দিলেন, ফাহমিদুলকে আর ফেরানোর সুযোগ নেই।

এর আগে, মঙ্গলবার (১৮ মার্চ) হেড কোচ ক্যাবরেরা ফাহমিদুলকে স্কোয়াডে না রাখার ব্যাখ্যায় বলেছিলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড়, তবে আরো কিছু সময় প্রয়োজন।’ 

এদিকে বুধবার (১৯ মার্চ) ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফাহমিদুল ইস্যুতে একই ব্যাখ্যা দিয়েছেন ক্যাবরেরা। তার ভাষ্যমতে, ‘আমি গত এক মাস ধরে তাকে অনুসরণ করছি। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। তবে আমার মনে হয়েছে, তার আরো সময় দরকার। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান খেলোয়াড়, খুবই তরুণ। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাকি যারা আছে, তারা তার চেয়ে বেশি প্রস্তুত৷’

প্রসঙ্গত, আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে, আজ সন্ধ্যা ৭টায় কিংস অ্যারেনায় অনুশীলন সেশন রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এরপর বৃহস্পতিবার শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন জামাল-হামজারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence