পরাজয়ের বৃত্তে আটকা পাকিস্তান, দ্বিতীয় ম্যাচেও জিতল নিউজিল্যান্ড
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০৪:১৪ PM

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির পর নড়েচড়ে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন যুগে পথচলার উদ্দেশে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান-নাসিম শাহকে বাদ দিয়ে নতুনদের নিয়ে দল ঘোষণা করেছিল পিসিবি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেও ৫ উইকেটে হেরেছে দ্য গ্রিন ম্যানরা। এতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
মঙ্গলবার (১৮ মার্চ) ডানেডিনে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন হাসান নওয়াজ। আরেক ওপেনার মোহাম্মদ হারিসও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। ১০ বলে ১১ রান করে ফেরেন তিনি।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক সালমান আঘা। ৪ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৪৬ রানের ঝলমলে ইনিংস খেলে ফেরেন তিনি।
এরপর শাদাব খানের ১৪ বলে ২৬ এবং শাহীন আফ্রিদির ১৪ বলে ২২ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
জবাবে ইনিংসের শুরু থেকেই সফরকারী বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান দুই কিউই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। ছক্কার ফুলঝুরিতে পাওয়ার প্লে'তেই ৬৬ রান তুলে ফেলে স্বাগতিকরা।
এরপর সেইফার্ট (২২ বলে ৪৫ রান) ও অ্যালেনকে (১৬ বলে ৩৮ রান) সাজঘরে ফিরিয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু মিচেল হে ও ব্রাসওয়েল জুটির দায়িত্বশীল ইনিংসে পরাজয়ের বৃত্ত ভাঙতে পারেনি দ্য গ্রিন ম্যানরা। মিচেল ১৬ বলে ২১ এবং অধিনায়ক ব্রেসওয়েল ২ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন।