কোহলির ৫১তম সেঞ্চুরি, পাকিস্তানকে উড়িয়ে সেমিতে এক পা ভারতের

ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান
ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান  © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ভারতের ২৪২ রানের লক্ষ্য ছোঁয়ার চেয়ে বিরাট কোহলির সেঞ্চুরির জন্য কায়োমনে প্রার্থনা করেছেন দুবাইয়ের গ্যালারির উল্লসিত দর্শকরা। ভারতের যখন জিততে দরকার ২ রান, তখন সেঞ্চুরি করতে লাগে তার ৪ রান! হতাশ করেননি তিনি। ৪৩তম ওভারের তৃতীয় বলে খুশদিল শাহকে এক্সট্রা কাভার দিয়ে সপাটে মারলেন। বল চলে গেলো বাউন্ডারির বাইরে। ভারতের জয় নয়, পুরো মাঠে আনন্দ ছড়িয়ে দিলো কোহলির ৫১তম সেঞ্চুরি।

৪৫ বল হাতে রেখে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল রোহিত শর্মার দল। অন্যদিকে কাগজে-কলমে টিকে থাকলেও বিদায়ের পথেই পাকিস্তান।

পাকিস্তানকে ২৪২ রানে আটকে দিয়ে ৩১ রানে ওপেনিং জুটি ভেঙেছিল ভারতের। রোহিত শর্মাকে শুরুতে হারানোর প্রভাব এতটুকু পড়তে দেননি কোহলি ও শুবমান গিল। ২৭তম ওভারের প্রথম বলে নাসিম শাহকে চার মেরে পঞ্চাশ পার করেন কোহলি। অন্যদিকে ৩৫ রানে খুশদিলের হাত ফসকে জীবন পাওয়া গিল ৭৫ বলে ৬৯ রানের জুটি গড়ে ফিরে যান। ৫২ বলে ৪৬ রানে আউট হন তিনি।

এরপর কোহলিকে নিয়ে শ্রেয়াস আইয়ার দাঁড়িয়ে যান। ৩০তম ওভারের শেষ বলে খুশদিল আবারও ক্যাচ ছাড়েন। ২৭ রানে এবার জীবন পান আইয়ার। অবশ্য খুশদিলের বলেই ইমাম উল হকের দুর্দান্ত ক্যাচে তাকে ফিরতে হয়েছে। ১১৪ রানের জুটি গড়তে আইয়ার ৬৭ বলে ৫৬ রান করেন।

জয়ের ভিত গড়ে দিয়ে যান আইয়ার। হার্দিক পান্ডিয়া ইনিংস লম্বা করতে পারেননি। ৮ রানে থামেন তিনি। দলীয় ২২৩ রানে তার বিদায়ের পর কোহলি সেঞ্চুরি করতে পারেন কি না, সেদিকেই মনোযোগ ছিল সবার। কারণ লক্ষ্য আর তার সেঞ্চুরির সঙ্গে ব্যবধান ধীরে ধীরে বাড়ছিল। শেষ পর্যন্ত সেই ব্যবধান কমিয়ে দারুণ এক সেঞ্চুরি করে ১৪ হাজার ওয়ানডে রানের ইনিংসকে স্মরণীয় করেন তিনি।

এর আগে ভারত পাকিস্তানকে ২৪১ রানে অলআউট করে। ৪৭ রানে ২ ওপেনারকে হারানোর পর মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ১০৪ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু এই জুটি ভাঙতেই বড় ধাক্কা খায় তারা। কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়ার ঘূর্ণিতে ইনিংসের দুই বল বাকি থাকতে সব উইকেট হারায় রিজওয়ানের দল।


সর্বশেষ সংবাদ