চ্যাম্পিয়ন্স ট্রফি: প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ মাঠে নামবে কাল

চ্যাম্পিয়ন্স ট্রফি
চ্যাম্পিয়ন্স ট্রফি  © সংগৃহীত

শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। ২০১৭ সালের পর আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার সৌভাগ্য হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। কেননা চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মোকাবেলা করবে টাইগাররা। তবে মূল পর্বের আগে একটি ঘাম ঝরানো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে আগামীকাল (সোমবার) মাঠে নামবেন শান্ত-মিরাজরা। বাংলাদেশ সময় বিকেল ৩ টায় দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ম্যাচটি হওয়ার কথা রয়েছে।

মূল পর্বে ভালো করতে প্রস্তুতি ম্যাচকে খুব গুরুত্ব সহকারে দেখছে টাইগাররা। বিসিবির প্রকাশিত ভিডিওতে গতকাল নিজেদের অবস্থা জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। প্রথম দিনের অনুশীলন পর্ব শেষে তানজিম সাকিব বলছিলেন, ‘আমরা রাতের ফ্লাইটে দুবাই এসেছি। পরের দিন বিশ্রাম নিয়েছি। তাই আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আর এসে অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে।’ প্রস্তুতি ম্যাচের লক্ষ্য নিয়ে তার মন্তব্য, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেবো। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’

যে কোনো আইসিসি প্রতিযোগিতার আগে অংশগ্রহণকারী দলগুলো সাধারণত প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। গ্রুপ পর্বে মুখোমুখি হবে না, এমন দলের বিরুদ্ধেই সাধারণত প্রস্তুতি ম্যাচ খেলা হয়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবার অনেক দেশই প্রস্তুতি ম্যাচ খেলছে না। ভারত নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে প্রস্তুতি শেষ করেছে। অন্যদিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজ শেষে সরাসরি মূলপর্বে নেমে যাবেন বাবর আজমরা।

অন্যদিকে, আফগানিস্তান কিংবা বাংলাদেশের মতো দলগুলো সে অর্থে মাঠের প্রস্তুতির সুযোগ পায়নি। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে খেলেছে গত ডিসেম্বরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে তারা একটি করে ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের যে দলটা মাঠে নামবে, সেই দলের কেউই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে মোহাম্মদ হারিস ছাড়াও আরও আছেন আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা ও উসামা মীররা। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরুর পর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত’র দল। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

পাকিস্তান শাহিনস স্কোয়াড
মুহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence