বিপিএল ফাইনাল শুরু, টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM

ফরচুন বরিশালের দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম? বিপিএলের শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর জানা যাবে আজই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফাইনালে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকিবাল।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মেগা ফাইনালে চিটাগাংয়ের মুখোমুখি বরিশাল। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়।
দুই দল এর আগে প্রথম কোয়ালিফায়ারেও মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে চিটাগংকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বরিশাল। চিটাগংয়ের জন্য অবশ্য সুযোগ ছিল। সেটা ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে পা রাখে ফাইনালে।
বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলী।
চিটাগং একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক) এক্স পারভেজ হোসেন ইমন, খাজা নাফে, হুসেইন তালাত, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাঈম ইসলাম।