বিপিএল ২০২৫

বিপিএল ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ  © সংগৃহীত

জাতীয় দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। বল হাতে মিরপুরে তাণ্ডবলীলা চালালেন যেন। উইকেট নেয়ার উৎসবে ছাপিয়ে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত ১০ আসরের সব রেকর্ড। দেশের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে টাইগার পেসার গড়েছেন নতুন ইতিহাস।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই ৭ উইকেট তুলে নিয়েছেন তাসকিন। ৪ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১৯ রান।
 
বিপিএলের ইতিহাসে এটি সেরা বোলিংয়ের রেকর্ড। এর আগে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের দখলে। ২০২০ সালে রাজশাহীর বিপক্ষে খুলনার হয়ে  ৪ ওভার বল করে ১৭ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
 
এদিকে, শুধু বিপিএল নয়, স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসেও সমন্বিভাবে রেকর্ড গড়েছেন তাসকিন। তার আগে দুই জন ক্রিকেটার স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েছিল। এ তালিকায় তাসকিন তৃতীয়।
 
সবার আগে ২০১৯ সালে ইংল্যান্ডের ঘরোয়া লিগে বার্মিংহ্যাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রান খরচায় ৭ উইকেট নিয়েছিলেন লেস্টারশায়ারের কোলিন অ্যাকারম্যান। এরপর ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রান খরচায় ৭ উইকেট নিয়ে এ তালিকায় যোগ দেন মালয়েশিয়ার সৈয়াজরুল ইদরুস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র তিনিই এক ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেটের মালিক।
 
অন্যদিকে স্বীকৃত টি-টোয়েন্টিতে এর আগে তাসকিনের সেরা বোলিং ফিগার ছিল ৩১ রানের বিনিময়ে ৫ উইকেট। আর সব ফরম্যাট মিলিয়ে প্রথমবার এক ইনিংসে পেয়েছেন ৭ উইকেটের দেখা।
  
তবে তাসকিনের দারুণ বোলিংয়ের দিনেও ভালো সংগ্রহ পেয়েছে ঢাকা ক্যাপিটালস। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ঢাকা ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে।


সর্বশেষ সংবাদ