জিন্স পরায় দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বাদ গতবারের চ্যাম্পিয়ন কার্লসেন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ PM
জিন্স পরে দাবা প্রতিযোগিতায় বসেছিলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। ফলে ড্রেসকোড নিয়ম ভাঙায় বিশ্ব দ্রুত এবং ব্লিটজ দাবা প্রতিযোগিতায় অযোগ্য ঘোষিত হয়েছেন তিনি। জরিমানাও করা হয় তাকে।
নরওয়ের এই দাবাড়ু র্যাপিডের নবম রাউন্ডে খেলতে গিয়েছিলেন জিন্স পরে। কিন্তু ফিডের নিয়ম অনুযায়ী জিন্স পরে কোনও প্রতিযোগী খেলতে পারবেন না। দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে একবার সতর্ক করার পরও পরনের জিন্স প্যান্ট তিনি পাল্টাতে চাননি। ফলে তাকে জরিমানা করা হয় এবং এর পরেই প্রতিযোগিতা থেকে নাম তুলে নেন তিনি।
ফিদে এক বিবৃতিতে বলেছে, ‘আজ (কাল) ম্যাগনাস কার্লসেন জিন্স পরে পোশাকের নীতিমালা (ড্রেসকোড) ভেঙেছেন, যেটা এই ইভেন্টে দীর্ঘকালীনভাবেই আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। প্রধান বিচারক কার্লসেনকে এই নিয়ম ভাঙার বিষয়ে জানিয়েছেন, ২০০ ডলার জরিমানাও করেছেন এবং পোশাক পাল্টানোর অনুরোধ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে কার্লসেন তা প্রত্যাখ্যান করেছেন, যার ফলে নবম রাউন্ডে (খেলায়) তাকে নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত পক্ষপাতহীন এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য।’
নরওয়ের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কার্লসেন বলেন, ‘ফিডের এই সব নিয়মে আমি ক্লান্ত। আর এই সব চাই না। ওদের কিছু করতে হবে না। সমর্থকদের জন্য আমি দুঃখিত।’
এছাড়াও ‘টেক টেক টেক’ এর পডকাস্টে তিনি বলেছেন, ‘বলেছিলাম আগামীকাল পাল্টাব। কিন্তু তারা বলেছে তোমাকে এখনই পাল্টাতে হবে। আমার জন্য এটা নীতিগত ব্যাপার, তাই বিষয়টি এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে! সত্যি বলতে, এত পাত্তা দেওয়ার মতো বয়সও আমার নেই। যদি তারা এটাই করতে চায়, তাহলে আমি হয়তো অন্য কোথাও যাব, যেখানে পরিবেশটা আরেকটু ভালো।’