১৭ বছর পর ফিফার একাদশ থেকে বাদ পড়লেন মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি  © সংগৃহীত

লিওনেল মেসি গোল করে চলেছেন মুড়ি-মুড়কির মতো। একের পর এক শিরোপায় সেজে উঠছে তাঁর ক্যাবিনেটও। ২০২২ সালে জেতেন অধরা বিশ্বকাপ। পাশাপাশি দুটি কোপা আমেরিকার শিরোপা তো রয়েছেই। অথচ ছন্দে থাকা আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারের জায়গাই হলো না ২০২৪ সালের বর্ষসেরা ফুটবলারের একাদশে। ২০০৬ সালের পর যে এই প্রথম ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশে নেই আর্জেন্টাইন মহাতারকা।

মেসি ও রোনালদো ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত হয়েই আলোচনায় চলে এসেছিলেন। ইউরোপের বাইরের লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে শুধু মেসি-রোনালদোই জায়গা পেয়েছিলেন সংক্ষিপ্ত তালিকায়। অবশ্য চূড়ান্ত একাদশটা শুধু ইউরোপ না, বলতে গেলে সীমাবদ্ধ হয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যে। ১১ জনের ১০ জনই এসেছেন এই দুই ক্লাব থেকে।

আরও পড়ুন: মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ‍

একাদশে জায়গা পাওয়া অন্য খেলোয়াড়টি লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক। রিয়ালের ছয় খেলোয়াড়ের মধ্যে আছেন সদ্য ফুটবল থেকে অবসর নেওয়া টনি ক্রুস। রিয়ালের অন্য পাঁচজন দানি কারভাহাল, আন্তনিও রুডিগার, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। এদের মধ্যে এমবাপে অবশ্য শুরুর দিকটা পার করেছেন প্যারিস সেইন্ট জার্মেইনের মধ্যে। ম্যানসিটির চারজন এডারসন মোয়ারেস, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হলান্ড ও রদ্রি।

Messi Inner-1

ফিফার বর্ষসেরা একাদশ

একই দিনে মেয়েদের বর্ষসেরা একাদশও ঘোষণা করেছে ফিফপ্রো। ছেলে-মেয়ে মিলিয়ে বর্ষসেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যারা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে।

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ
গোলরক্ষক: এডারসন মোয়ারেস (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)।
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), অ্যান্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)।
মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)।
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence