বাংলাদেশের ‘ভবিষ্যৎ অধিনায়ক’ তামিম, কে এই ক্রিকেটার?

আজিজুল হাকিম তামিম
আজিজুল হাকিম তামিম  © সংগৃহীত

ভারতকে গুঁড়িয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবারের আসরে টাইগারদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আজিজুল হাকিম তামিম। নেতৃত্ব, পরিকল্পনা কিংবা মাঠের পারফরম্যান্স সবজায়গায় দারুণ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। আসরের ব্যাট হাতেও অন্যতম সেরা পারফর্মার তামিম। যশোরের এই তরুণকে অনেকে ভাবছে, ভবিষ্যৎ বাংলাদেশের অধিনায়ক! ক্রিকেটমহলে তাকে নিয়ে শুরু হয়েছে চর্চা। কে এই তামিম?

এশিয়া কাপ জয়ের পেছনে অন্যতম নায়ক আজিজুল হাকিম তামিম। আফগানিস্তানের বিপক্ষে একপ্রান্ত ধরে রেখে দারুণ এক সেঞ্চুরি পেয়েছিলেন। আজিজুলের ব্যাট হেসেছে নেপাল ও পাকিস্তানের বিপক্ষেও। ওই দুই ম্যাচে করেছেন ৫২ ও ৬১ রান। দুবারই ছিলেন অপরাজিত। টুর্নামেন্টে বাংলাদেশ অধিনায়কের মোট রান ২৪০। ব্যাটিংয়ে আলো ছড়ানো আজিজুল নিজের অলরাউন্ডার সত্তার পরিচয় রেখেছেন ফাইনালে। ভারতের শেষ ৩টি উইকেটই নিয়েছেন স্পিন বোলিংয়ে।

অধিনায়ক হিসেবেও সফল তামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ধোনি-পন্টিংদের অধিনায়কত্ব খুবই ফলো করি। তাদেরকে ফলো করার চেষ্টা করি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। দেখেন মাঠে অবশ্যই ঠান্ডা থাকতে হয় অধিনায়ককে, তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হয়। চেষ্টা করি অধিনায়কত্ব উপভোগ করতে সবসময়।’

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই অত্যন্ত কার্যকর আজিজুল হাকিম তামিম। সেমি-ফাইনালে পাকিস্তানকে ব্যাটিংয়ে গুঁড়িয়ে দেন, আর ফাইনালে ভারতে গুটিয়ে দেন বোলিংয়ে। ফাইনাল ম্যাচে শেষ দিকে বোলিংয়ে এসে ১৪ বল করে ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। দলের প্রয়োজনে ব্যাটিং-বোলিংয়ে অবদান রাখতে পারেন। 

তামিম ইকবাল, তানজিদ হাসান তামিমের পর বাংলাদেশের ক্রিকেটে আরেক তামিমকে পাওয়া গেল। আজিজুল হাকিম তামিম। তিন তামিমের মধ্যে মিল আছে অনেক। যেমন, তিনজনই বাঁহাতি ব্যাটসম্যান। অদ্ভুত ব্যাপার, তাই না?

জানা গেছে, আজিজুল হাকিম তামিমের গ্রামের বাড়ি যশোরে। সেখানেই ক্রিকেটে হাতেখড়ি। তিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার। অন্য দুই তামিমের মতো বাঁহাতে ব্যাট করেন। ডান হাতে অফস্পিন করে থাকেন। 

ক্রিকেটমহলের অনেকেই বলছে, নেতৃত্বের সহজাহ গুণাবলি আছে তামিমের। বুদ্ধিমত্তার সঙ্গে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন, ব্যাটিং-বোলিংয়ে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। এ ছাড়াও তার মধ্যে আছে সহজাহ আগ্রাসন। ঠিকঠাকভাবে তাকে পরিচর্চা করলে তামিম হতে পারবেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অধিনায়ক।


সর্বশেষ সংবাদ