জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু ১০ নভেম্বর, উদ্বোধনে থাকবেন তামিম

তামিম ইকবাল
তামিম ইকবাল  © সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। ওইদিন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। আসরে ঘরোয়া লিগের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও অংশ নেবেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কোরার্স ও আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইউশা মিশু, ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল, ক্রিকেট সংগঠক তারিকুল ইসলামসহ ছিলেন আরও অনেকেই।

আমিনুল জানান, ১০ নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহী বিভাগের দুই দল রাজশাহী লাল ও রাজশাহী সবুজের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল অবশ্য টুর্নামেন্ট পরিচালনা কমিটিতেই আছেন বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম। সদস্যসচিব দেবব্রত পাল। আমিনুল হক, কাজী ইউশা মিশুসহ অন্যরা উপদেষ্টা।

২০টি দলকে নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের দশটি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যু তালিকায়।

১০ নভেম্বর বগুড়ায় শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে। মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরেবাংলায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence