মোস্তাফিজকে ছেড়ে দিল চেন্নাই

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান  © সংগৃহীত

২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে বৃহস্পতিবার ছিল খেলোয়াড় রিটেইন করে রাখার শেষ দিন। এদিন বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে ধরে রাখেনি চেন্নাই সুপার কিংস। যার অর্থ, আইপিএলে দল পেতে আবারও নিলামে নাম ওঠাতে হবে তার।

মোস্তাফিজের মতো আরেক আন্তর্জাতিক ক্রিকেটার ডেভন কনওয়েকে ছেড়ে দিয়েছে চেন্নাই। তবে আলোচিত মহেন্দ্র সিং ধোনি টিকে গেছেন।

এদিকে এক দশক পর ট্রফি জয়ে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়া শ্রেয়াস আইয়ারকেও ছেড়ে দিয়েছে। তার সঙ্গে দল পেতে নিলামে নাম তুলতে হবে জস বাটলার, ঋষভ পান্ত, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কের মতো খেলোয়াড়দেরও। নতুন আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার সর্বশেষ দিন ছিল কাল। প্রতিটি দলের জন্য সর্বশেষ আসরের পাঁচ আন্তর্জাতিক ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল।

কিন্তু ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে কেবল কলকাতা ও রাজস্থান রয়্যালস এই সুবিধা নিয়েছে। বাকিদের কেউ পাঁচজন, আবার কেউ চারজন রেখেছে। মূলত নিলাম থেকে খেলোয়াড় কেনাই তাদের উদ্দেশ্য।

সবচেয়ে কম দুজনকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। সর্বোচ্চ ১১০.৫ কোটি রুপি হাতে নিয়ে নিলামে অংশ নিবে তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence