নাটকীয়তা শেষে ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ ফুটবলার রদ্রি

ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ ফুটবলার রদ্রি
ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ ফুটবলার রদ্রি  © সংগৃহীত

ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। তবে এটি কার হাতে উঠছে তা দেখার জন্য সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলো। ২০২৪ ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। তবে  শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস ‍জুনিয়র।

বাংলাদেশ সময় সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতেলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছেন রদ্রি। তার হাতে বহুল কাঙ্ক্ষিত এই গোল্ডেন বল তুলে দেন লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট, এসি মিলান কিংবদন্তি ও ১৯৯৫ ব্যালন ডি’অরজয়ী জর্জ উইয়াহ।

এসিএল চোটে বর্তমানে মাঠের বাইরে রয়েছে ২৮ বছর বয়সী ডিফেন্সিভ এ মিডফিল্ডার। ক্রাচে ভর দিয়ে মঞ্চে ওঠেন ব্যালন ডি'অর নিতে। ৬৪ বছর পর এই প্রথম ছেলেদের ব্যালন ডি’অর জিতলেন স্পেনের কোনো খেলোয়াড়। রদ্রির আগে সবশেষ স্প্যানিশদের হয়ে ১৯৬০ সালে এই পুরস্কার জিতেছিলেন লুইস সুয়ারেজ। দ্বিতীয় স্প্যানিশ হিসেবে ছেলেদের বর্ষসেরার এই ট্রফি জিতলেন রদ্রি।

ফ্রান্স ফুটবল সাময়িকীর জুরি বোর্ডে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। তারপর যথাক্রমে ভোট পেয়েছেন ভিনিসিয়ুস, দানি কারভাহাল, জ্যুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে ও লাউতারো মার্টিনেজ।

গত মৌসুমে গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৩টি ম্যাচ খেলেছেন রদ্রি। যেখানে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। স্পেনের হয়ে জিতেছেন ইউরো। ওই মৌসুমে তার দখলে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ। পুরো মৌসুমজুড়েই ছিল তার অসাধারণ পারফরম্যান্স।

ডি’অর জেতার পর স্প্যানিশে নিজের বক্তব্যে রদ্রি বলেন, আমি, আমার পরিবার ও দেশের জন্য খুব খুব বিশেষ একটি দিন। পরে ইংরেজিতে বলেছেন, প্রতিদিন উন্নতির চেষ্টা করি, নিজের খেলার মান বাড়ানোর চেষ্টা করি। আধুনিক সময়ের হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকায়ও আরেকটু বেশি কিছু করার চেষ্টা করি।

ব্যালন ডি'অর ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে। ১৯৫৬ সালে এটির যাত্রা শুরু হয়েছিল। এবার হলো ৬৮তম ব্যালন ডি'অর অনুষ্ঠান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence