সাফ নারী চ্যাম্পিয়নশিপ
তহুরা-আফিদার ঝলক, ভারতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৭:৫১ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ০৮:০৭ PM
নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত রূপে ফিরল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আসল রূপে দেখা যায়নি সাবিনা খাতুনদের। বুধবার (২৩ অক্টোবর) ভারতের বিপক্ষে দেখা গেল বাংলাদেশের প্রকৃত খেলা। প্রথমার্ধ শেষে তহুরা খাতুনের জোড়া গোলে বাংলাদেশ এগিয়ে আছে ৩-১ গোলে। বাংলাদেশের অন্য গোলটি আফিদার। শেষ পর্যন্ত আধিপত্য ধরে রাখে বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে উড়িয়ে দিয়েছে। এতে বাংলাদেশ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও ভারত তিন পয়েন্ট নিয়ে রানার্স-আপ। এক পয়েন্ট পাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে দুর্দান্ত বাংলাদেশ, প্রথমার্ধেই ৩ গোল দিলেন মেয়েরা
নেপালের দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় পৌনে ছয়টায়। খেলায় দারুটে শুরু করেন বাংলাদেশের মেয়েরা। ১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিক মতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদা খন্দকারের কাছে। ভারতীয় ডিফেন্ডাররা ব্লক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে বল গোল লাইন অতিক্রম করে। বাংলাদেশ গোল উৎসবে মাতে।
গোলের পর বাংলাদেশ আরো সুন্দর ফুটবল খেলে। বেশ কয়েকটি আক্রমণ করে। ২৮ মিনিটে ভারতের ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি ভারতীয় ডিফেন্ডার। তার সাথে থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরার গায়ে লেগে বল জালে জড়ায়।
৪২ মিনিটে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র বল দেওয়া-নেওয়ার মধ্যে বক্সের ওপর বল পান তহুরা খাতুন। জোরালো শটে গোল করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। পরের মিনিটেই অবশ্য ভারত এক গোল পরিশোধ করে। ভারতের আক্রমণে বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা গ্রিপ করতে পারেননি। গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে হেড দিয়ে জালে পাঠান ভারতীয় অধিনায়ক বালা দেবী।
২০২২ সালে বাংলাদেশ ভারতকে গ্রুপ পর্বেই ৩-০ গোলে হারিয়েছিল। দুই বছর পর আজও ভারতের জালে তিন গোল দিয়েছে বাংলাদেশ। তিন গোলের দুটি তহুরা খাতুনের, আরেকটি আফিদা খন্দকারের। ভারতের গোলটি করেন অধিনায়ক বালা দেবী। ম্যাচের চারটি গোলই হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি কোনো দলই। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের মেয়েরা।