মিরপুরে সাকিববিরোধী স্লোগান শিক্ষার্থীদের, লেখা ছিল প্ল্যাকার্ডেও

প্ল্যাকার্ড হাতে স্টেডিয়ামের ফটকের সামনে অবস্থান শিক্ষার্থীদের
প্ল্যাকার্ড হাতে স্টেডিয়ামের ফটকের সামনে অবস্থান শিক্ষার্থীদের  © সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় শেষ পর্যন্ত দেশে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। এ ঘোষণার পরও আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মিরপুরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থামেনি। একদল শিক্ষার্থীদের দেখা গেলো, যারা মিরপুর স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে সাকিবের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। বিসিবি সভাপতি বরাবর স্মারকলিপি দিতে এসেছেন বলে জানিয়েছেন তারা।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্টেডিয়ামের ফটকের সামনে অবস্থান করছেন। প্ল্যাকার্ড লেখা ছিল, ‘আমার ভাই কবরে, সাকিব কেন বাহিরে।’ আরও লেখা সাকিব, ‘তুমি মিরপুরের পিচ চিনতে পারো, কিন্তু আমরা রাজপথ চিনে বড় হয়েছি।’ শুধু তাই নয়, সাকিবকে নিয়ে অনেক স্লোগানও হয়েছে।     

এসময় স্টেডিয়ামে প্রবেশ করে ৫ জনের সমন্বয়ক একটি দল। তারা জানান, তারা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিতে এসেছেন। সাকিবকে তারা মিরপুরে দেখতে চান না। তার অবস্থান হওয়া উচিত জেলে। আওয়ামী লীগের দোসর হিসেবে তার শাস্তি পাওয়া উচিত বলে তারা মন্তব্য করেন।


সর্বশেষ সংবাদ